আগরতলা, ১৮ মার্চ : বর্তমান রাজ্য সরকার ২০১৮ সালের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী মানুষের সার্বিক উন্নয়নে নিরন্তর কাজ করে চলেছে, এমনটাই দাবি বিধায়ক কল্যানী রায়ের।
রাজ্য সরকারের সার্বিক উন্নয়নেরই অংশ হিসেবে করইলং, বড়লুঙ্গা শিবির, ঘনিয়ারবিল এবং বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড এলাকার সাধারণ মানুষের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ৪৯ লাখ টাকা ব্যয়ে একটি ব্রিজ নির্মাণ করা হচ্ছে। এই ব্রিজটি সরাসরি জাতীয় সড়কের সাথে যুক্ত করা হচ্ছে।
মঙ্গলবার নবনির্মিত ব্রিজটি পরিদর্শন করেন বিধায়িকা কল্যাণী সাহা রায়। পরিদর্শন শেষে তিনি বলেন, এটি সরকারের একটি গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক পদক্ষেপ, যা এলাকাবাসীর জন্য উন্নত যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করবে এবং তাদের দৈনন্দিন জীবনে সুবিধা নিয়ে আসবে।