আগরতলা, ১৭ মার্চ: ট্রিপার এবং অটোর মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছে এক ব্যক্তি। ফটিকরায় থানাধীন গকুলনগর ছিন্নমস্তা কালী মন্দির সংলগ্ন এলাকায় ওই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ওই ঘটনায় পুলিশ ট্রিপার চালককে আটক করেছে।
ঘটনার বিবরণে দমকলকর্মী জানিয়েছেন, ট্রিপার এবং অটোর মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছে অটো যাত্রী প্লাবন মালাকার (৩৮)। সাথে সাথে স্থানীয়রা দমকলবাহিনীকে খবর দিয়েছেন। দমকলকর্মীরা আহতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছে। এদিকে, পুলিশ ট্রিপার চালককে আটক করে পুলিশ। তার নাম নজবুল ইসলাম (৩৩)। তার বাড়ি আসামের শ্রীভূমি জেলার রাতাবাড়ি এলাকায়।