আগরতলা, ১৬ মার্চ: গতকাল আগরতলা রেল স্টেশনে পুলিশের রুটিন চেকিং চলাকালে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে ১৫.৫০০ কেজি শুকনো গাঁজা। ১৬টি প্যাকেটে ভরা একটি গোলাপি রঙের ট্রলি ব্যাগে গাঁজাগুলো রাখা ছিল। পুরো আইনি প্রক্রিয়া অনুসরণ করে গাঁজাগুলো বাজেয়াপ্ত করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ২ লক্ষ ৩২ হাজার ৫০০ টাকা। আগরতলা জিআরপি থানা এই অবৈধ গাঁজার মালিক শনাক্ত করতে তদন্ত শুরু করেছে।
অপরদিকে, একই দিনে আগরতলা রেল স্টেশন থেকে ১ বাংলাদেশী নাগরিককে আটক করা হয়। আটককৃত ব্যক্তির নাম মহমদ লিটন (৪৭), তিনি বাংলাদেশের কুমিল্লা জেলার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মুম্বাই যাওয়ার উদ্দেশ্য বলে জানিয়েছেন। এই যৌথ অভিযানে অংশগ্রহণ করেছে আগরতলা জিআরপি, বিএসএফ, আগরতলা আরপিএফ এবং গুয়েন্দা বিভাগ।
এ ঘটনায় আগরতলা জিআরপি থানায় একটি মামলা রুজু করা হয়েছে এবং আজ অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হয়েছে।