আগরতলা, ১৭ মার্চ: দীর্ঘদিন ধরে কৈলাসহর মহকুমার গৌরনগর ব্লক এলাকায় পানীয় জলের সমস্যা রয়েছে। বর্তমান ওই এলাকায় পানীয় জলের হাহাকার দেখা দিয়েছে। পানীয় জলের সমস্যা সমাধান সহ সাত দফা দাবিতে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ডিডাব্লিউএস কৈলাসহর মহকুমা অফিসে এস ডি ও নিকট ডেপুটেশনে মিলিত হয়েছে জেলা কংগ্রেস।
আজকের ওই ডেপুটেশনে উপস্থিত ছিলেন বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সদস্য সদস্য ও জেলা কংগ্রেস সভাপতি মোঃ বদরুজ্জামান কংগ্রেস নেতা রুদ্রেন্দু ভট্টাচার্যী, কৈলাশহরের বিধায়ক বিরুজিৎ সিনহা কংগ্রেস নেতা চন্দ্রশেখর সিনা। ডেপুটেশন প্রদান করার আগে এদিন কংগ্রেস অফিস থেকে মিছিল করে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ডি ডব্লিউ এস অফিসে এসে ডেপুটেশন প্রদান করা হয়।
এদিন কংগ্রেসের এক নেতা বলেন, গোটা কৈলাসহরে ট্যাংকার করেও জল দেওয়ার অবস্থা নেই। পাশাপাশি, যে সমস্ত এলাকায় জলের লাইন খারাপ হয়েছে সেগুলো মেরামত করা হয়নি। তাই আজকে প্রত্যেকটা এলাকায় পানীয় জলের সুব্যবস্থা করার জন্য আবেদন জানান। ডিডাব্লিউএসেট পক্ষ থেকে অতিসত্বর দাবিগুলা পূরণ করার আশ্বাস প্রদান করা হয়েছে।