নয়ডা, ১৬ মার্চ (হি.স.): উত্তর প্রদেশের নয়ডায় ভয়াবহ আগুন লাগল একটি পোশাক কারখানায়। রবিবার সকালে নয়ডার সেক্টর ৬৩ এলাকায় অবস্থিত ওই পোশাক কারখানায় আগুন লাগে। কারখানার ভিতরে প্রচুর পরিমানে দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়ে। অল্প সময়ের মধ্যেই আগুন ভয়াবহ রূপ নেয়।
অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছয় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। আগুন নেভাতে দমকল কর্মীরা যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সৌভাগ্যবশত, যে সময় আগুন লাগে তখন কোনও কর্মী কারখানার ভিতরে ছিলেন। এই অগ্নিকাণ্ডে কেউ হতাহত হননি। তবে, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।