আগরতলা, ১৫ মার্চ: প্রয়াত হলেন বাম শ্রমিক নেতা চঞ্চল মজুমদার। আজ সিপিআইএম রাজ্য দপ্তর এবং সিআইটিইউ-র রাজ্য দপ্তরে প্রয়াত নেতার প্রতি শেষ শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে।
এদিন নারায়ণ কর বলেন, চঞ্চল মজুমদার সিআইটিইউ-র একজন প্রতিষ্ঠিত শ্রমিক ছিলেন। রাজ্যে শ্রমিক আন্দোলনকে শক্তি প্রদানে আজীবন লড়াই করে গিয়েছিলেন তিনি। আজ সিআইটিইউ এবং সিপিএম একজন নিষ্ঠাবান ব্যক্তিকে হারিয়েছেন।