আগরতলা, ১৫ মার্চ : বিশালগড় লকডাউন বাজারে স্কুটি ও ম্যাক্স গাড়ি সংঘর্ষে রক্তাক্ত অবস্থায় রাস্তায় ছিটকে পড়লো দুই যুবক।
হোলির আনন্দে মাতোয়ারা হয়ে দ্রুত গতিতে থাকা স্কুটির সাথে ম্যাক্স গাড়ির সংঘর্ষ রক্তাক্ত অবস্থায় রাস্তায় ছিটকে পড়ে দুই যুবক। আহত যুবকদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে অগ্নি নির্বাপক দপ্তরে কর্মীরা ঘটনা শনিবার বিকেলে। আহত দুই যুবককে দ্রুত আগরতলা জিবি হাসপাতালের স্থানান্তর করা হয়েছে। আহত দুই যুবকের নাম রুপন নমঃ সন্তোষ নমঃ। জানাযায়, টিআর০৭এইচ৭৩০৩ নাম্বারে স্কুটি নিয়ে দুই যুবক হোলির আনন্দে মাতোয়ারা হয়ে দ্রুতগতিতে চালাতে গিয়ে ঘটে ওই দুর্ঘটনা ঘটে।