৫টি ভ্রাম্যমান ফরেন্সিক ভ্যানের সূচনা করেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ মার্চ: মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা আজ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পতাকা নেড়ে ৫টি ভ্রাম্যমান ফরেন্সিক ভ্যানের সূচনা করেন। আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে ভ্যানগুলি সূচনা করার সময় রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভরঞ্জন, স্বরাষ্ট্র দপ্তরের সচিব ড. পি কে চক্রবর্তী, ডিজিপি (ইন্টেলিজেন্স) অনুরাগ ধ্যানকর, ত্রিপুরা স্টেট ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি’র ডিরেক্টর ড. এইচ কে প্রতিহারী উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমান ফরেন্সিক ভ্যানগুলির সূচনা করে মুখ্যমন্ত্রী বলেন, আজ ৫টি ভ্রাম্যমান ফরেন্সিক ভ্যান চালু হওয়ার পর রাজ্যের ৮টি জেলাতে এখন ভ্রাম্যমান ফরেন্সিক ভ্যান রয়েছে। এই ভ্যানগুলি কেনার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে রাজ্য সরকারকে ৩.২৫ কোটি টাকা দেওয়া হয়েছে। এজন্য মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানান।

মুখ্যমন্ত্রী বলেন, বর্তমানে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো। তবে সাজা প্রাপ্তির হার বাড়াতে হবে। এক্ষেত্রে বিজ্ঞান ভিত্তিক তদন্ত কার্য প্রয়োজন। অত্যাধুনিক সুবিধাযুক্ত এই ভ্যানগুলির মাধ্যমে অপরাধস্থল থেকে বৈজ্ঞানিক উপায়ে নমুনা ও সাক্ষ্য প্রমাণ দ্রুত সংগ্রহ করা সম্ভব হবে। পাশাপাশি এই ভ্যানগুলিতে নমুনা ও প্রমাণ সংরক্ষিত করে রাখা যাবে। এর ফলে বিজ্ঞান ভিত্তিক তথ্য আদালতে পেশ করা সম্ভব হবে। তাতে সাজা প্রাপ্তির হার বৃদ্ধি পাবে বলে মুখ্যমন্ত্রী অভিমত ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *