নয়াদিল্লি, ১৩ মার্চ (হি.স.): জাতীয় শিক্ষা নীতির পক্ষে ফের সওয়াল করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার। একইসঙ্গে জাতীয় শিক্ষা নীতি নিয়ে যাবতীয় অভিযোগও খন্ডন করেছেন তিনি। সুকান্ত মজুমদার বলেছেন, জাতীয় শিক্ষা নীতি ভারতের শিক্ষা ব্যবস্থায় একটি বিপ্লব। বৃহস্পতিবার কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার বলেছেন, “জাতীয় শিক্ষানীতিতে গেরুয়া অথবা সবুজ কিছুই নেই।”
সুকান্ত জোর দিয়ে বলেছেন, জাতীয় শিক্ষা নীতি ভারতের শিক্ষা ব্যবস্থায় একটি বিপ্লব। জাতীয় শিক্ষা নীতিতে মূলত মাতৃভাষার মাধ্যমে শিক্ষার উপর জোর দেওয়া হয়েছে, যা তামিলনাড়ুর ক্ষেত্রে তামিল। অষ্টম শ্রেণীর পর, একজন শিক্ষার্থী তৃতীয় ভাষা হিসেবে অধ্যয়নের জন্য ২২টি ভাষার তালিকা থেকে যে কোনও ভাষা বেছে নিতে পারে।”
—————