গৃহবধূ হত্যার অভিযোগে তদন্তে রাজ্য মহিলা কমিশন, বাপের বাড়িতে প্রতিনিধি দল পাঠালো

আগরতলা, ১২ মার্চ: এক গৃহবধূকে হত্যার অভিযোগে ঘটনার তদন্ত করতে বুধবার দুপুরে রাজ্য মহিলা কমিশনের প্রতিনিধিরা কৈলাসহর দুর্গাপুর এলাকার মৃত গৃহবধূর বাপের বাড়িতে পৌঁছান। এই ঘটনায় মৃত গৃহবধূর পরিবার অভিযোগ করেছে যে তার শ্বশুরবাড়ির সদস্যরা তাকে হত্যা করে ঝুলিয়ে রেখেছিল।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারী মাসের ৬ তারিখে কৈলাসহর শ্রীনাথপুর এলাকায় এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। ঘটনার পরেই মৃত গৃহবধূর বাপের বাড়ির লোকেরা ইরানি থানায় তার স্বামীর পরিবারের পাঁচজন সদস্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পুলিশ এ পর্যন্ত তিনজনকে গ্রেফতার করলেও বাকি দুই অভিযুক্তকে এখনও ধরতে পারেনি।

মৃত গৃহবধূ জাহানারা বেগমের পরিবারের অভিযোগ, তার শ্বশুরবাড়ির সদস্যরা তাকে তার বাপের বাড়ি থেকে আড়াই লক্ষ টাকা আনতে চাপ দিত। এর পরেই, জানুয়ারী মাসের ৪ তারিখে জাহানারা বেগম তার বাপের বাড়ি থেকে এক লক্ষ টাকা এনে শ্বশুরবাড়ির লোকদের কাছে দেয়। যদিও, তার স্বামী আসরাফুল ইসলামের পরিবারের সাথে তার সংসারে প্রায়ই অশান্তি হত। একাধিক সালিশি সভা হলেও সমস্যার সমাধান হয়নি।

জানুয়ারী মাসের ৬ তারিখে, মৃত গৃহবধূর শ্বশুরবাড়ির লোকেরা তার মৃত্যুর খবর ফোনে জানালে তার বাপের বাড়ির লোকেরা ইরানি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। বুধবার, রাজ্য মহিলা কমিশনের কাউন্সিলর মান্না সাহা এবং সদস্যা নমিতা দেববর্মা মৃত গৃহবধূর বাপের বাড়িতে গিয়ে তাদের সাথে কথা বলেন এবং ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করেন। তারা এই বিষয়ে গুরুত্ব সহকারে তদন্ত করবেন বলে আশ্বাস দেন।

এদিকে, মৃত গৃহবধূর পরিবার রাজ্য মহিলা কমিশনের সহযোগিতার অপেক্ষায় রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *