খোয়াই, ১১ মার্চ : খোয়াই থানার পুলিশ এক সফল নেশা বিরোধী অভিযানে বড় সাফল্য অর্জন করেছে। সম্প্রতি, খোয়াই শহরের রাধানগর স্টেট এলাকা থেকে ব্রাউন সুগার সহ এক কুখ্যাত নেশা কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, খোয়াই- এর বিভিন্ন এলাকায় সম্প্রতিকালে নেশা কারবারিদের বিরুদ্ধে সক্রিয়ভাবে অভিযান চালানো হচ্ছে এবং ইতিমধ্যে গাঁজা ও ব্রাউন সুগার কারবারির পাঁচজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
মঙ্গলবার সকালে, বিশ্বস্ত সূত্রের মাধ্যমে পুলিশ জানতে পারে যে, আগরতলা থেকে একটি বাস গাড়ি খোয়াইয়ের উদ্দেশ্যে আসছে, এবং সেই বাসে নেশা সামগ্রী লুকানো রয়েছে। খবর পাওয়ার পর, খোয়াই থানার পুলিশ সকাল থেকেই রাধানগর স্ট্যান্ডে সতর্ক অবস্থানে ছিল। বাস গাড়ি থেকে নামার পর, লালছড়া এলাকার বাসিন্দা জয়ন্ত ভৌমিককে তল্লাশি করা হয়। তার কাজের মধ্যে সাবানের দুটো কেসে লুকানো ২৪ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়।
এন ডি পি এস আইনে একটি মামলা দায়ের করে পুলিশ অভিযুক্ত জয়ন্ত ভৌমিককে গ্রেফতার করেছে। পুলিশ বলেছে, এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং নেশা কারবারিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

