নয়াদিল্লি, ১০ মার্চ: প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে নির্মলা সীতারমন দূরদর্শী বাজেট পেশ করেছেন। সাথে আজ কেন্দ্রীয় সরকার মণিপুরের জন্য বাজেট পেশ করবে। সংসদে বাজেটের প্রথম পর্ব শেষে সাংবাদিকদের মুখোমুখি এমনটাই দাবি করেছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব।
শ্রী দেব বলেন, গত কিছু দিন আগে মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে। তাই স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় সরকার মণিপুরের জন্য বাজেট পেশ করবে। কেন্দ্রীয় সরকার এটিকে গুরুত্ব সহকারে নিয়ে বাজেট পেশ করেছে। এর জন্য তিনি মনিপুরবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এদিন তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্র মন্ত্রী চাইছেন শীঘ্রই মণিপুরে শান্তি ফিরে আসুক এবং সেই দিশায় কাজ করছে সরকার।