মুম্বই, ১০ মার্চ (হি.স.): মাঝ আকাশে ঝুঁকির কারণে মুম্বই বিমানবন্দরে ফিরে এল এয়ার ইন্ডিয়ার নিউইয়র্কগামী একটি বিমান। এয়ার ইন্ডিয়া মুখপাত্র জানিয়েছেন, সোমবার মুম্বই থেকে নিউইয়র্কগামী বিমানে মাঝ আকাশে নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকি দেখা দেয়। প্রয়োজনীয় প্রোটোকল অনুসরণ করার পর, বিমানের সমস্ত যাত্রীর নিরাপত্তার স্বার্থে, বিমানটি মুম্বইতে ফিরে আসে।
স্থানীয় সময় সকাল ১০টা ২৫ মিনিটে বিমানটি নিরাপদে মুম্বইতে অবতরণ করে। নিরাপত্তা সংস্থাগুলি বিমানটির পরীক্ষা চালাচ্ছে এবং এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষকে পূর্ণ সহযোগিতা করছে। যাত্রীরা সবাই সুরক্ষিত রয়েছেন বলে জানা গিয়েছে।