কলকাতা, ৯ মার্চ (হি.স.): ভারতকে চ্যাম্পিয়ন ট্রফিতে চ্যাম্পিয়ন করতে গোটা দেশ জুড়ে চলছে পুজো-প্রার্থনা। ভারতীয়দের বিশ্বাস, এমনটা করলে ফাইনালে আধ্যাত্মিক সুবিধা পাবে রোহিতরা। তবে ভারতের চিন্তার কারণ ‘রবিবার’। কারণ, সপ্তাহের এই দিনে আইসিসি ইভেন্টের ফাইনালে জয়ের রেকর্ড খুব একটা ভালো নয় ভারতের।
পুজোয় রাখা হয়েছে ভারতীয় তারকা ক্রিকেটারদের ছবি। ভক্তরা বলেছেন, ‘ভারতীয় দলের জয়ের জন্য আমরা এই ‘হবন’ করছি। আমরা আশা করি এই ‘হবন’-এর মাধ্যমে ভারতীয় দল আধ্যাত্মিক শক্তি পাবে এবং চ্যাম্পিয়ন্স ট্রফি জিতবে।’ ভারতীয়দের জন্য এমন কর্মকাণ্ড নতুন নয়। এর আগে ২০২৩ এবং ২০২৪ ফাইনালের আগেও প্রার্থনা করেছিল ক্রিকেট ভক্তরা।