পাটনা, ৯ মার্চ (হি.স.): বিহারের জনগণ এনডিএ-কে ভরসা ও বিশ্বাস করে, জোর দিয়ে বললেন কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রাই। তাঁর মতে, বিহারের কল্যাণের জন্য এনডিএ-কেই ভরসা করে জনগণ। রবিবার পাটনায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিত্যানন্দ রাই বলেছেন, “যার ওপর জনগণের সমর্থন থাকে, তিনিই সরকার গঠন করেন। বিহারের মানুষ প্রধানমন্ত্রী মোদীর উপর আস্থা প্রকাশ করেছেন। বিহারের কল্যাণের জন্য তাঁরা এনডিএ-র উপর আস্থা রাখেন। জনগণ প্রধানমন্ত্রী মোদী, নীতিশ কুমারের উপর আস্থা রাখেন।”
2025-03-09