নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ মার্চ:
উদ্বোধনের পরও চালু হলো না বাজার শেড। বাম সরকারের আমলে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে কমলাসাগর বিধানসভার অন্তর্গত সেকেরকোট পঞ্চায়েত সংলগ্ন জায়গায় দ্বিতল বিশিষ্ট নিউ মার্কেট কমপ্লেক্সটি আজও তালাবন্দি অবস্থায় আছে।
রাজনৈতিক টানা পূরণের জন্য উদ্বোধনের পরেও চালু হলো না বাজার সেড। জানা গেছে বিগত বাম সরকারের আমলে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে কমলাসাগর বিধানসভার অন্তর্গত সেকেরকোট গ্রাম পঞ্চায়েত সংলগ্ন জায়গায় বহু লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ হওয়া দ্বিতল বিশিষ্ট নিউ মার্কেট কমপ্লেক্সটি তৎকালীন সিপিআইএম সরকারের উপাধ্যক্ষ ভানুলাল সাহা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছিলেন। কিন্তু উদ্বোধনের পর থেকে আজ পর্যন্ত এই দ্বিতল বিশিষ্ট নিউমার্কেট কমপ্লেক্সটি চালু হয়নি। যে নিউমার্কেট কমপ্লেক্সটি ক্রেতা এবং বিক্রেতাদের সুবিধার স্বার্থে করা হয়েছিল। আগের মত এখনো সবজি বিক্রেতারা রাস্তার পাশে এবং পশ্চিম বাজারে সবজি নিয়ে বসে।
মাছ মাংস এবং অন্যান্য বিক্রেতারাও আগের মতই পশ্চিম বাজারে ফুটপাতে বসে ব্যবসা করছে। স্থানীয় এক ব্যক্তি জানিয়েছেন দ্বিতল বিশিষ্ট নিউমার্কেট কমপ্লেক্সটি চালু হলে সকলের জন্যই ভালো হতো এবং অনেক সুবিধা হতো কিন্তু রাজনৈতিক টানাপূরণের কারণে এখন পর্যন্ত এই নিউমার্কেট কমপ্লেক্সটি চালু হয়নি বলে অভিযোগ। বর্তমানে সন্ধ্যা ঘনিয়ে আসতেই দ্বিতল বিশিষ্ট নিউমার্কেট কমপ্লেক্সের ভেতরে মদের রমরমা আসর বসে। কমপ্লেক্সের ভেতরে এবং বাইরের চতুর্দিকে দেশি এবং বিলেতি মদের খালি বোতল ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে যা একেবারেই বেমানান বলে মনে করছে সবাই। কবে নাগাদ এই নিউমার্কেট কমপ্লেক্সটি চালু হবে কেউ এখনো সেই ব্যাপারে সঠিকভাবে কিছু বলতে পারছে না।