আগরতলা, ৮ মার্চ: শহরে ভয়ানক যান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুইজনের। গতকাল রাতে আগরতলা দক্ষিণ রামনগর পিসিসি ইট ভাট্টা সংলগ্ন বড় ড্রেনে গাড়ি উল্টে যায়। দমকলকর্মীরা আহতদের উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, গতকাল গভীর রাতে আগরতলা দক্ষিণ রামনগর পিসিসি ইট ভাট্টা সংলগ্ন এলাকায় একটি গাড়ি নর্দমায় পড়ে যায়। অনেক চেষ্টার পরও গাড়ি থেকে চালক মিঠুন চৌহান এবং সহ চালক রাজীব সূত্রধর উঠে আসতে পারেন নি। তাদের দুজনের বাড়ি দক্ষিণ রামনগর এলাকায়। এদিকে বিকট শব্দ শুনতে পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছেন প্রতিবেশীরা। তাদের দীর্ঘ প্রচেষ্টার গাড়ি থেকে আহতদের উদ্ধার করা সম্ভব হয়েছে। সাথে সাথে দমকলকর্মীরা আহতদের উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন।