বিজেপি সরকারের বর্ষপূর্তি শুধুই ব্যক্তিপূজা , অভিযোগ কংগ্রেস বিধায়ক সুদীপের

আগরতলা, ৮ মার্চ : বিজেপি সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আহূত জনসমাবেশে মানুষকে ভয়ভীতি দেখিয়ে এবং চাপ সৃষ্টি করে জড়ো করার চেষ্টা করছে। আজ প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই অভিযোগ তুলেছেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। তাঁর দাবি, বিজেপি বুঝে গেছে জনসমাবেশে ঘিরে জনগণের আগ্রহ কম।

এদিন, বিজেপির দ্বিতীয় বর্ষপূর্তির প্রসঙ্গে সুদীপ রায় বর্মন বলেন, বিজেপি সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি পালন হচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে, কারণ ৭ বছর পূর্ণ হলেও ফ্লেক্স ও হোর্ডিংয়ে শুধু দুই বছর পূর্তি তুলে ধরা হচ্ছে। তাহলে এটি কি ব্যক্তিপূজা নয়, প্রশ্ন ছুঁড়েন তিনি। এছাড়া, মুখ্যমন্ত্রীর বিতর্কিত মন্তব্য, বিরোধীরা উন্নয়ন নিয়ে অন্ধ হয়ে গেছে, এর পাল্টা জবাবে তিনি বলেন, দেশ বিভিন্ন ক্ষেত্রে পিছিয়ে যাচ্ছে এবং জনগণ বিজেপি সরকারের প্রতি আরও আস্থা হারাচ্ছে।

তিনি আরও বলেন, রাহুল গান্ধী দেশের ভবিষ্যতের দিকে চিন্তা করেন, কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী শুধু দেশের ইতিহাস নিয়ে ব্যস্ত। ধর্মীয় বিশ্বাসকে হাতিয়ার করে শাসক দল জয় লাভের চেষ্টা করছে। কংগ্রেস নেতার এ ধরনের চাঞ্চল্যকর বক্তব্য রাজ্য রাজনীতিতে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে।