সামাজিক ন্যায়বিচারে জোর, ১৬-তম রাজ্য বাজেট পেশ করলেন সিদ্দারামাইয়া

বেঙ্গালুরু, ৭ মার্চ (হি.স.): সামাজিক ন্যায়বিচারের ওপর বিশেষ জোর দিয়ে ১৬-তম রাজ্য বাজেট পেশ করলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী তথা অর্থমন্ত্রী সিদ্দারামাইয়া। শুক্রবার বিধানসভায় বাজেট পেশ করার সময় সিদ্দারামাইয়া বলেছেন, “কর্ণাটক পাবলিক স্কুলের আদলে ২৫০টি মৌলানা আজাদ মডেল ইংরেজি মাধ্যম স্কুলে প্রাক-প্রাথমিক থেকে পিইউ পর্যন্ত ক্লাস শুরু করা হবে। এই উদ্দেশ্যে মোট ৫০০ কোটি টাকা ব্যয়ের একটি কর্মসূচি প্রণয়ন করা হবে। চলতি বছরে এই উদ্দেশ্যে ১০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং স্কুল শিক্ষা বিভাগের সহযোগিতায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে।”

সিদ্দারামাইয়া বলেছেন, “মাদ্রাসাগুলিতে ধর্মীয় শিক্ষার পাশাপাশি প্রথাগত শিক্ষা প্রদানের জন্য, এনআইওএস-এর মাধ্যমে এসএসএলসি পরীক্ষার জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করার জন্য কম্পিউটার, স্মার্ট বোর্ড এবং অন্যান্য প্রয়োজনীয় মৌলিক সুযোগ-সুবিধা প্রদান করা হবে। কর্ণাটক সংখ্যালঘু উন্নয়ন কর্পোরেশনের মাধ্যমে সংখ্যালঘু যুবকদের নতুন স্টার্ট-আপ শুরু করতে উৎসাহিত করা হবে। ওয়াকফ সম্পত্তি মেরামত ও সংস্কার এবং মুসলিম কবরস্থানের অবকাঠামো ও সুরক্ষা প্রদানের জন্য ১৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।”

সিদ্দারামাইয়া বাজেট পেশ করার সময় আরও বলেছেন, “মুখ্যমন্ত্রীর সংখ্যালঘু কলোনি উন্নয়ন কর্মসূচির আওতায় ১,০০০ কোটি টাকার কর্মপরিকল্পনা প্রস্তুত করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে কাজগুলি বাস্তবায়িত হবে।” সিদ্দারামাইয়া বলেছেন, “হজযাত্রী এবং তাদের আত্মীয়স্বজনদের সুযোগ-সুবিধা প্রদানের জন্য বেঙ্গালুরুতে হজ ভবনে একটি অতিরিক্ত ভবন নির্মাণ করা হবে। সংখ্যালঘু সম্প্রদায়ের সাংস্কৃতিক ও সামাজিক কার্যকলাপ আয়োজনের জন্য রাজ্যজুড়ে বহুমুখী হল তৈরি করা হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *