আইজল, ৫ মাৰ্চ (হি.স.) : মিজোরাম বিধানসভার বাজেট অধিবেশনে গুরুত্বপূর্ণ পেনশন সংশোধনী বিল পাস হয়েছে। অন্যদিকে স্থগিত করা হয়েছে বিতর্কিত মদ নিষিদ্ধকরণ বিলের ওপর চর্চা।
আজ বুধবার নির্ধারিত প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে শুরু হয় বাজেট অধিবেশন। এর পর সংসদীয় বিষয়ক মন্ত্রী পি ভ্যানলালহানা মিজোরাম (বিলুপ্ত মিজো জেলা পরিষদের সদস্যদের জন্য পেনশন এবং বিলুপ্ত পাউই-লাখের আঞ্চলিক পরিষদ) (সংশোধন) বিল, ২০২৫ পেশ করেন। কিছুক্ষণ চৰ্চার পর বিলটি সর্বসম্মতভাবে অনুমোদিত হয়।
সংশোধনী বিলে বিলুপ্ত পাউই-লাখের আঞ্চলিক পরিষদের প্রাক্তন সদস্যদের পেনশন সুবিধা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে। বিশেষ করে এটি মাসিক পেনশন ২০ হাজার থেকে দ্বিগুণ করে ৪০ হজার টাকায় বাড়ানোর পাশাপাশি চিকিৎসা সহায়তার জন্য ২,০০০ টাকার বিধান চালু করা হয়েছে।
এদিকে মিজোরাম মদ (নিষেধাজ্ঞা) সংশোধনী বিল, ২০২৫-এর ওপর নির্ধারিত বিতর্ক, যা প্রাথমিকভাবে পূর্ববর্তী অধিবেশনে উত্থাপিত হয়েছিল, তা স্থগিত করা হয়েছে। আরও আলোচনার প্রয়োজনীয়তার প্রসঙ্গ তুলে বিরোধী বিধায়কদের অনুরোধ করেন। তাঁদের অনুরোধের পরিপ্ৰেক্ষিতে এই স্থগিতাদেশ দেওয়া হয়েছে।
দিনের কার্যক্রম শেষ হওয়ার পর আজকের অধিবেশন মুলতবি করেন স্পিকার। আগামীকাল ৬ মার্চ, বৃহস্পতিবার সকাল ১০:৩০টায় বিধানসভায় পুনরায় শুরু হবে বাজেট অধিবেশন।