আগরতলা, ৫ মার্চ : ত্রিপুরার মেডিকেল পড়ুয়া ছাত্র ছাত্রীদের ভবিষ্যত নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। বিজেপি সরকারের অপদার্থতার কারণে শিক্ষা ক্ষেত্রে বড়সড় দুর্নীতি গন্ধ পাওয়া যাচ্ছে। আজ সাংবাদিক সম্মেলনে এমনটাই অভিযোগ তুলে বিজেপি সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন এস.এফ.আই -এর রাজ্য সম্পাদক সন্দীপন দেব। তাই এরই প্রতিবাদে আগামী ৭ মার্চ এসএফআই এবং টিএসউ তরফে রাজ্পথে বিক্ষোভ মিছিল করা হবে।
এদিন তিনি বলেন, ত্রিপুরায় শিক্ষা ক্ষেত্রে বড়সড় দুর্নীতি গন্ধ পাওয়া যাচ্ছে। ইতিমধ্যে মেডিক্যাল কলেজের এক শিক্ষিকা বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। এ ঘটনাকে ঘিরে রাজ্যে আলোড়ন সৃষ্টি হয়েছে। তাই বাম যুব সংগঠনের তরফ থেকে সুষ্ঠ তদন্ত দাবিতে মেডিকেল কলেজের নিকট ডেপুটেশন প্রদান করা হয়েছিল।
এদিন তিনি আরো বলেন, মেডিকেল কলেজে মেধাবী ছাত্র ছাত্রীদের পরীক্ষায় কম নম্বর দিয়ে ভবিষৎ নষ্ট করে দেওয়ার ও অভিযোগ উঠছে। তাছাড়া, অর্থের বিনিময়ে ছাত্র ছাত্রীদের পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার মতো জঘন্যতম অপরাধের সুষ্ঠ তদন্তের দাবি জানানো হয়েছিল। কিন্তু দুঃখের বিষয় এখনো পর্যন্ত মেডিকেল কলেজের অধিকর্তা তরফ থেকে কোনো কমিটি গঠন করে তদন্ত করা হয় নি। আশ্চর্য্যের বিষয় মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী অধ্যাপক (ডাঃ ) মানিক সাহা এবিষয়ে মুখ খুলতে চাইছেন না। বিজেপি সরকারের অপদার্থতার কারণে মেডিকেল কলেজে পর্যন্ত দুর্নীতি পৌঁছে গিয়েছে বলে দাবি করেন তিনি।