নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ মার্চ:
দেশকে সুস্থ রাখতে নিজেকেও সুস্থ রাখুন। বার্তা দিলেন পদ্মশ্রী দীপা কর্মকার। রবিবার সকালে জিও সাইন্স অফ সেইফ ওয়ার্ল্ড এর ১৭৫ বছর উপলক্ষে ওএনজিসি ও গেইলের যৌথভাবে পদযাত্রা সংগঠিত করে।
পদযাত্রাটি ৭৯টিলা থেকে শুরু হয়ে এবং হেরিটেজ পার্কের সামনে এসে শেষ হয়। উপস্থিত ছিলেন পদ্মশ্রী দীপা কর্মকার ছাড়াও ওএনজিসি এবং গেইল ইন্ডিয়ার কর্মকর্তারা।