নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২ মার্চ:
বিশালগড়ে দুর্ঘটনার হিড়িক পড়েছে। এবারে যান দুর্ঘটনায় দুই শিশু সহ আহত হয়েছেন চারজন। বিশালগড় জাঙ্গালিয়া এলাকায় অটো ও বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত দুটি শিশু সহ মোট চারজন। ঘটনা শনিবার রাতে । আহতদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে অগ্নি নির্বাপক দপ্তরে কর্মীরা।
জানাযায় শনিবার রাতে জাঙ্গালিয়া এলাকায় আগরতলা উদয়পুর সড়কে টিআর০৭ – এ – ২৬৮৮ নম্বরের অটো গাড়ির সাথে টি আর ০৭- এ – ৯৬৪৯ নম্বরের বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আহত হয় জয়ন্তী সরকার ও তার ছেলে আয়ুষ সরকার, জয়শ্রী ভৌমিক ও তার কন্যা মনিদ্বীপা ভৌমিক আহতরা সকলেই অটো গাড়ির যাত্রী ছিলেন।