আরও এক কুখ্যাত ডাকাত গ্রেফতার, উদ্ধার ধারালো অস্ত্র ও টিএসআর পোশাক

আগরতলা, ২ মার্চ : ডাকাত দলের আরও এক সক্রিয় সদস্যকে চুরাইবাড়ি থানার পুলিশ গ্রেফতার করেছে। উদ্ধার হয়েছে ধারালো অস্ত্র ও টিএসআর জোয়ানদের পোশাক। এ নিয়ে চুরাইবাড়ি থানার পুলিশ তিন জনকে গ্রেফতার করেছে।

উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি গভীর রাতে উত্তর ত্রিপুরা জেলার চুরাইবাড়ি থানাধীন গোবিন্দপুরে একটি ভয়ংকর ডাকাতি সংঘটিত হয়। ওই দিন রাতে একদল ডাকাত টিএসআর জোয়ানদের পোশাক পরিধান করে গৃহস্থের মাথায় বন্দুক ঠেকিয়ে ডাকাতি করে।

পুলিশ তদন্ত শুরু করলে গত বুধবার গভীর রাতে কাবিল হোসেন (২৮) এবং জমির উদ্দিন (৪২) নামে দুই ডাকাত সদস্যকে গ্রেফতার করা হয়। তাদের বাড়ি কদমতলা থানাধীন দক্ষিণ কদমতলা গ্রাম পঞ্চায়েতের ছয় নং ওয়ার্ড এলাকায়।

চুরাইবাড়ি থানার পুলিশ এই ঘটনায় 6/25 নাম্বারের বিএনএস 331(4)/310(2)/117(2)/3(5) এবং অস্ত্র আইনের 27 ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে। চার দিন পর এই মামলায় জড়িত দুজন দূর্ধর্ষ ডাকাত সদস্যকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ তাদের জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে গত শনিবার কাকভোরে আরও এক সদস্য বিলাল উদ্দিন (৩৪)কে গ্রেফতার করতে সক্ষম হয়। তার বাড়ি দক্ষিণ কদমতলা গ্রাম পঞ্চায়েতের চার নং ওয়ার্ডে।

ধৃত বিলাল উদ্দিনের স্বীকারোক্তিতে উদ্ধার করা হয় ডাকাতি কাণ্ডে ব্যবহৃত তিন জোড়া টিএসআর জোয়ানদের পোশাক, দুটি সাবল, একটি দাও, ভুজালি এবং অন্যান্য সামগ্রী। এসব উদ্ধার করা হয় গোবিন্দপুর এলাকার একটি জঙ্গল থেকে, ডিএসপি জিনিয়াস দেববর্মার উপস্থিতিতে।

তবে, ডাকাতি কাণ্ডে চুরি হওয়া কোন সামগ্রী এখনও উদ্ধার হয়নি এবং ব্যবহৃত দুটি বন্দুকও এখনও পুলিশ উদ্ধার করতে পারেনি।

চুরাইবাড়ি থানার পুলিশ এই ঘটনায় আরও তদন্ত করছে। এদিকে, ধৃত বিলাল উদ্দিনকে রবিবার আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন জানানো হবে বলে জানিয়েছেন তদন্তকারী অফিসার সাব-ইন্সপেক্টর প্রীতিময় চাকমা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *