নিষ্ঠার সঙ্গে পরিশ্রম করলে মহিলাগণও আত্মনির্ভর হতে পারবেন: শিল্পমন্ত্রী

আগরতলা, ১ মার্চ: কেন্দ্রীয় ও রাজ্য সরকার মহিলাদের আর্থ সামাজিক অবস্থার উন্নতিতে নিরন্তর কাজ করে যাচ্ছে। নিষ্ঠার সঙ্গে পরিশ্রম করলে তাদের জন্য গৃহীত বিভিন্ন কর্মসূচির মাধ্যমে রাজ্যের মহিলাগণও আত্মনির্ভর হতে পারবেন। আজ ইন্দ্রনগরের উইমেন আইটিআই’র একাডেমিক ব্লকে সি স্কিল এন্ড এন্টারপ্রেনারশিপ সেন্টারের উদ্বোধন করে শিল্প ও বাণিজ্য মন্ত্রী সান্তনা চাকমা একথা বলেন। তিনি এ বিষয়ে একটি পুস্তিকারও আবরণ উন্মোচন করেন।

সেন্টারটির উদ্বোধন করে শিল্প ও বাণিজ্য মন্ত্রী বলেন, মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করার লক্ষ্যে রাজ্য সরকার সরকারি চাকুরির ক্ষেত্রে মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণ করেছে। মহিলাদের আর্থিকদিক দিয়ে স্বাবলম্বী করার জন্য শিল্প ও বাণিজ্য দপ্তরের মাধ্যমে বিভিন্ন প্রকল্পে ঋণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তিনি জানান, এই প্রশিক্ষণ কেন্দ্রে ড্রোন প্রযুক্তি, অ্যালার্ম সিকিউরিটি প্রভৃতি বিষয়ে মহিলাদের প্রশিক্ষণ দেওয়া হবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দক্ষতা উন্নয়ন দপ্তরের আধিকারিক সুপ্রীতি চক্রবর্তী। ধন্যবাদসূচক বক্তব্য রাখেন মহিলা শিল্প প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ ভাস্কর দেববর্মা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *