আদালতে আত্মসমর্পণ দক্ষিণের তিন বাম নেতার

আগরতলা, ১ মার্চ: সুপ্রিম কোর্টের নির্দেশে আদালতে আত্মসমর্পণ করেছেন সিপিআইএম দক্ষিণ জেলা সম্পাদক তাপস দত্ত, ত্রিলোকেশ সিনহা ও সারা ভারত কৃষক সভা বিলোনিয়া বিভাগীয় সম্পাদক বাবুল দেবনাথ। প্রসঙ্গত, ২০১৫ সালে বিলোনিয়া আদালতের বিচারক রুহিদাস পালকে শারীরিক নিগ্রহ করার অভিযোগ ছিল। সুপ্রিম কোর্টে ওই মামলার আগামী শুনানি ১৮ মার্চ।

আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে সরকারি আইনজীবী কিশোর মজুমদার। জানিয়েছেন, বিলোনিয়া আদালতের বিচারক রুহি দাস পালকে শারিরীক নিগ্ৰহের ঘটনায় অভিযুক্ত তিন বামপন্থী নেতা অবশেষে বিলোনিয়া আদালতে আত্মসমর্পণ করেছেন। ২০১৫ সালের ২ সেপ্টেম্বর বাম ট্রেড ইউনিয়ন বন্ধের ডাক দিয়েছিল। ওই বনধের নামে বামপন্থী তিন নেতা বাবুল দেবনাথ, তাপস দত্ত ও ত্রিলোক সিনহা সহ আরো অন্যান্যরা আদালতে ঢুকে হুজুতি সহ শারীরিক নিগ্ৰহ করে বিচারক রুহি দাস পালকে এমনই অভিযোগে উঠেছিল। সে সময় তৎকালীন বিলোনিয়া মহকুমা পুলিশ আধিকারিক সুদীপ পাল স্বত:প্রণোদিত মামলা গ্রহণ করে। যার মামলা নম্বর ছিল বিলোনিয়া থানায় -১১৩/১৫।

তিনি আরও জানিয়েছেন, পরবর্তী সময়ে সুপ্রিম কোর্টে আর্জি জানিয়ে রিট পিটিশন দাখিল করার পর জামিনে মুক্তি পেয়েছিল তারা। সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক শনিবার দুপুরে বিলোনিয়া আদালতে আত্মসমর্পণ করে সিপিআইএম দক্ষিণ জেলা সম্পাদক তাপস দত্ত, বিলোনিয়া বিভাগীয় সিট্যু সভাপতি ত্রিলোক সিনহা ও সারা ভারত কৃষক সভা বিলোনিয়া বিভাগীয় সম্পাদক বাবুল দেবনাথ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *