গৌরনগর ব্লকের অধীনে থাকা বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে বিনামূল্যে কৃষি সহায়ক যন্ত্রপাতি প্রদান

আগরতলা, ১ মার্চ: গৌরনগর পঞ্চায়েত সমিতির উদ্যোগে গৌরনগর ব্লকের অধীনে থাকা বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রায় দেড় শত কৃষকদের বিনামূল্যে কৃষি সহায়ক যন্ত্রপাতি প্রদান করা হয়েছে। এদিনের ছিলেন কৈলাসহরের বিধায়ক বিরজিত সিনহা, গৌরনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান লক্ষী নম:৷ ভাইস চেয়ারম্যান মো: বদরুজ্জামান, গৌরনগর পঞ্চায়েত সমিতির সদস্য হিল্লোল গুপ্ত, দ্বীপ সিনহা, নুমান মিঞা সহ আরও অনেকে। এছাড়াও গৌরনগর পঞ্চায়েত সমিতির অধীনে থাকা বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপ প্রধানরাও উপস্থিত ছিলেন।

কৃষি সহায়ক যন্ত্রপাতি বিতরন অনুস্টানে বক্তব্য রাখতে গিয়ে গৌরনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান মো: বদরুজ্জামান বলেন যে, ত্রিপুরা রাজ্যের মোট ৫৮টি পঞ্চায়েত সমিতির মধ্যে ৫৭টি পঞ্চায়েত সমিতি বিজেপি দল পরিচালনা করলেও রাজ্যের মধ্যে একমাত্র গৌরনগর পঞ্চায়েত সমিতিটি কংগ্রেস দলের অধীনে রয়েছে । ইতিমধ্যেই কংগ্রেস দল গৌরনগর পঞ্চায়েত সমিতি দখল করার পর থেকে একের পর এক জনমুখী কাজ করে যাচ্ছে।

গৌরনগর পঞ্চায়েত সমিতির অধীনে থাকা সবগুলো গ্রাম পঞ্চায়েতকে স্বচ্ছ রাখার জন্য বিগত এক মাস পূর্বে গৌরনগর পঞ্চায়েত সমিতির অধীনে থাকা সবগুলো গ্রাম পঞ্চায়েতে বিনামূল্যে ডাস্টবিন, বালতি, কোদাল, আবর্জনা বহনকারী গাড়ি প্রদান করা হয়েছে। এছাড়াও বিভিন্ন বাজার এলাকায় শৌচাগার এবং পানীয়জলের টেংকি স্থাপন করা হয়েছে বলে জানান ভাইস চেয়ারম্যান মো: বদরুজ্জামান। এছাড়াও বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় সি.সি রোড, ফিসারী, ডিপ টিউবওয়েল, ড্রেন নির্মান সহ নানান উন্নয়ন মূলক কাজ শুরু হয়েছে। শনিবারের গৌরনগর পঞ্চায়েত সমিতির অফিস প্রাংগনের অনুস্টানে দেড় শত কৃষকদের হাতে স্প্রে মেশিন সহ আরও অন্যান্য কৃষি সহায়ক যন্ত্রপাতি বিনামূল্যে বিতরণ করা হয়েছে।