আগরতলা, ১ মার্চ : লেইক চৌমুহনী বাজারের ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা না করে অমানবিকভাবে বুলডোজার দিয়ে দোকানপাট ভেঙে দিয়েছে পুর নিগম। এরই প্রতিবাদে জুনু দাস ভবনের সামনে সরব হয়েছে সিপিআই।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংগঠনের এক কর্মী বলেন, পুর্নবাসনের ব্যবস্থা না করে নিগম বুলডোজার দিয়ে লেইক চৌমুহনী বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীদের দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। এই ক্ষুদ্র ব্যবসায়ের উপর তাদের সংসার প্রতিপালন করেন। তারা সকলেই গরিব নিম্নবিত্ত পরিবারের সদস্য। তাঁরা দিনমজুরি করে সংসার প্রতিপালন করেন। তাঁদের বাজার থেকে বুলডোজার চালিয়ে উচ্ছেদ করা সম্পূর্ণ অমানবিক বলে দাবি করেন তিনি।