আগরতলা, ১ মার্চ: প্রতিবেশী মহিলাকে মারধর ও শ্লীলতাহানির চেষ্টার দায়ে মহম্মদ ইউনুস নামের এক ব্যক্তিকে ৩ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিল সোনামুড়ার সিজিএম আদালত। সাথে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ১ মাসের সশ্রম কারাদণ্ডে দন্ডিত করা হয়েছে। আজ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেড শুভদীপ সাহা শনিবার দোষী সাবস্ত হওয়া ব্যক্তির বিরুদ্ধে এই রায় ঘোষণা করেন।
সরকারপক্ষের আইনজীবী চঞ্চল রায় চৌধুরী জানিয়েছেন, গত ২০১৯ সালের ১৯ ডিসেম্বর বিকেল ৩ টায় মেলাঘর থানাধীন মোহনভোগ এলাকায় ঘটে এই ঘটনাটি। বিনা কারনে তার পরিবারের সদস্যদের গালিগালাজ করার প্রতিবাদ জানালে অভিযোগকারিণী আখিরানি পাল দত্তের নানাশ চিনুরানী পাল সহ আখিরানির বিকলাঙ্গ ছেলে ও বাড়ির অন্য মহিলাদের ওপর হামলে পড়েছিল তাদেরই প্রতিবেশী মহম্মদ ইউনুস। শুধু তাই নয় চেষ্টা করেছিল শ্লীলতাহানির। যার কারনে চিনুরানী পালকে হাসপাতালে পর্যন্ত ভর্তি হতে হয়েছে।
পরে আখিরানি মেলাঘর থানায় মামলা দায়ের করলে তদন্তক্রমে মহম্মদ ইউনুসের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন তদন্তকারী অফিসার এএসআই বীরেন্দ্র দাস। ৮ জনের সাক্ষ বাক্য গ্রহণ শেষে এই রায় ঘোষণা করে আদালত। মামলাটির বিবাদীপক্ষের আইনজীবী ছিলেন এডভোকেট সফিকুল ইসলাম।