খুবই ব্যতিক্রমী আয়োজন রামকৃষ্ণ মিশনে

আগরতলা, ১ মার্চ: তিথি অনুযায়ী আজ রামকৃষ্ণের ১৯০ তম জন্মশতবার্ষিক উপলক্ষে ধলেশ্বর রামকৃষ্ণ আশ্রমে বিশেষ পূজার আয়োজন করা হয়েছে।

প্রসঙ্গত, আজ থেকে ১৯০ বছর আগে এই তিথিতেই জন্ম হয়েছিল শ্রী রামকৃষ্ণের। আজ গোটা পৃথিবীজুড়েই মহাসমারোহে তাঁর ১৯০ তম জন্মতিথি উদযাপন চলছে। বেলুড় মঠে ভোর সাড়ে চারটের সময় মঙ্গলারতির মধ্যে দিয়ে পূজার সূচনা হয়েছে। আগরতলা রামকৃষ্ণ মিশন সহ পৃথিবীর বিভিন্ন স্থানে অবস্থিত মিশন গুলোতে হাজির রামকৃষ্ণ অনুরাগী প্রত্যেককে প্রণাম জানিয়েছেন।

এদিন বছরে প্রতিদিন যারা বিবেকনগরস্থিত রামকৃষ্ণ মঠ ও মিশনের ক্যাম্পাস সহ সব টয়লেট, বাথরুম পরিষ্কার করেন, ময়লা পরিষ্কার করে সকলকে পরিষ্কার পরিচ্ছন্ন অঙ্গন উপহার দিয়ে থাকেন। বিবেকনগরের সেইসব সাফাই কর্মীদের আজ এই বিশেষ দিনে শ্রী শ্রী ঠাকুরের মন্দিরে বসিয়ে আমাদের শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন সম্পাদক স্বামী শুভকারানন্দ মহারাজ। তাদের পুজো করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *