রেলে কাটা পড়ে মর্মান্তিকভাবে মৃত্যু মহিলার

আগরতলা, ২৮ ফেব্রুয়ারী: ফের রেলে কাটা পড়ে মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে এক মহিলার। আজ সকালে জিরানিয়া রেলস্টেশন এলাকার বিনাপাণি এলাকায় ওই মহিলার দেহ উদ্ধার হয়েছে। ওই ঘটনায় গোটা রেলস্টেশন এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুলিশ। পুলিশ মৃত দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।

ঘটনার বিবরণে গিয়েছে, আজ সকালে জিরানিয়া রেল লাইনে রাস্তায় প্রাতঃভ্রমণে বেরিয়ে মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। সাথে সাথে তারা খবর দিয়েছেন জিআরপিকে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।

আরও জানা গিয়েছে, মৃত মহিলা হরিজয় চৌধুরী পাড়ার বাসিন্দা ফুল কুমারী দের্ববমা। তাঁর স্বামীর নাম সুবল দের্ববমা। কিকারণে সে আত্মহত্যা পথ বেছে নিয়েছে এখনো জানা যায় নি। গোটা ঘটনা পুলিশী তদন্ত চলছে।