ইইউ ও ভারতের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি হবে সবচেয়ে বড় চুক্তি : উরসুলা

নয়াদিল্লি, ২৮ ফেব্রুয়ারি (হি.স.): ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) ও ভারতের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি হবে সবচেয়ে বড় চুক্তি। জোর দিয়ে বললেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেন। একইসঙ্গে তিনি বলেছেন, “আমি ভাল করেই জানি, এটা সহজ হবে না।” শুক্রবার দিল্লিতে ইইউ-ভারত কৌশলগত অংশীদারিত্ব সম্মেলনে উরসুলা বলেছেন, এই কারণেই আমরা প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে একমত হয়েছি এবং এই বছরের মধ্যেই তা সম্পন্ন করতে চাই।

উরসুলা আরও বলেছেন, “আমরা কৌশলগত অংশীদারিত্বের তৃতীয় দশকে প্রবেশ করছি, এই বিষয়টি পরিষ্কার। সেরাটা এখন আসতে বাকি।একসঙ্গে আমরা ভবিষ্যত গঠন করতে পারি এবং এই শতাব্দীর অন্যতম সংজ্ঞায়িত অংশীদারি হতে পারি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *