নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ ফেব্রুয়ারি:
চিট ফান্ডের মত গজিয়ে ওঠা বিদ্যা ব্যবসার ফাঁদে প্রতারিত হচ্ছেন রাজ্যের ছাত্র-ছাত্রী। এবার এমনি একটি অভিযোগ উঠে এসেছে আগরতলায় এমবিবি ক্লাব সংলগ্ন এসার এডুকেশনের বিরুদ্ধে।
অভিযোগে জানা গেছে বিএড – এ ভর্তির নামে গরীব অংশের ছাত্র-ছাত্রীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছেন এই সংস্থা। এই ধরনের অভিযোগ রাজ্যের বেশ কয়েকটি স্থান থেকে প্রায় শোনা যাচ্ছে। এবার আগরতলা এমবিবি ক্লাব সংলগ্ন এসার এডুকেশন নামের একটি সংস্থার বিরুদ্ধে এমনি অভিযোগ তুলেছেন রাজ্যের একাংশ ছাত্র-ছাত্রী।
তারা অভিযোগ তুলে বলেন, বছর খানেক আগে বিএড কোর্স করার জন্য, তারা যথারীতি বিভিন্ন ফি বাবদ প্রায় ৩৫ হাজার টাকা করে প্রদান করেন। সংস্থার তরফ থেকে বলা হয়েছিল ডিস্টেন্স এর মাধ্যমে কলকাতায় তাদের বিএড -এ ভর্তি করানো হবে। কিন্তু বছর অতিক্রান্ত হওয়া সত্বেও বি.এড এ ভর্তি তো দূরের কথা উল্টো ছাত্র-ছাত্রীদের টাকা দিচ্ছেনা এসার সংস্থা।
তাই শুক্রবার সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে ছাত্রছাত্রীদের পক্ষ থেকে এই অভিযোগ জানানোর পাশাপাশি এই সংস্থার শাটার বন্ধ করে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী কাছে আবেদন জানানো হয়।