উন্নয়নের মূল চাবিকাঠি সরকারি কর্মচারীঃ রতন লাল নাথ

আগরতলা, ২৬ ফেব্রুয়ারি : উন্নয়নের মূল চাবিকাঠি সরকারি কর্মচারী। রাজ্য সরকারের দ্বারা যেকোনো দপ্তরের উন্নয়নে ক্ষেত্রে কর্মচারীদের সহযোগিতা জরুরি। তাদের সহযোগিতা ছাড়া রাজ্যকে এগিয়ে নেওয়া যাবে না। আজ এক অনুষ্ঠানে গিয়ে এই মন্তব্য করেন কৃষি মন্ত্রী রতন লাল নাথ।

প্রসঙ্গত, ত্রিপুরা এগ্রিকালচারাল গ্র্যাজুয়েটস্ এসোসিয়েশনের উদ্যোগে আজ এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজধানীর কের চৌমুহনী স্থিত টিএজিএ দপ্তরে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি মন্ত্রী রতন লাল নাথ। এদিন ত্রিপুরা কৃষি স্নাতক সমিতির “কৃষিবার্তা” নামক ত্রৈমাসিক পত্রিকার আবরণ উন্মচক করেন মন্ত্রী শ্রী নাথ।

আজকের এই অনুষ্ঠানে সাংবাদিকের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন, রাজ্যের বিভিন্ন জেলায় কৃষি ক্ষেত্রে বিভিন্ন প্রযুক্তির সহায়তার চাষ পদ্ধতি সহজ হয়েছে। রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রী জনগণের স্বার্থে উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। সকলের সহযোগিতা এই কাজকে আরো সহজ করে তুলবে।

তিনি আরো বলেন, আমাদের রাজ্যের ৫৮ টি ব্লকের মধ্যে ৩০ টি ব্লক খাদ্যের দিক থেকে স্বয়ং সম্পূর্ণ, বাকি ২৮ টি ব্লক পিছিয়ে রয়েছে। এছাড়াও কৃষকদের প্রচেষ্টায় ত্রিপুরা কিভাবে কৃষি ক্ষেত্রে উন্নত হচ্ছে, এই বিষয়েও কথা বলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *