গুয়াহাটি বিমানবন্দর থেকে সরুসজাই স্টেডিয়াম, প্রায় ২৬ কিমি সড়কে রোড শো প্ৰধানমন্ত্ৰীর

গুয়াহাটি, ২৪ ফেব্রুয়ারি (হি.স.) : সন্ধ্যা প্রায় সাড়ে ছয়টা নাগাদ গুয়াহাটির গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রায় ২৬ কিমি সড়কে রোড শো করে সোজা সরুসজাই স্টেডিয়ামে চলে গিয়েছেন প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্র মোদী। বিমানবন্দরের তাঁকে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শৰ্মা, বিদেশমন্ত্ৰী ড. এস জয়শংকর সহ অন্যরা। সরুসজাই স্টেডিয়ামে সন্ধ্যারাত প্রায় সাতটায় অনুষ্ঠিত ‘ঝুমইর বিনন্দিনী’ শীর্ষক প্রায় ৯ হাজার শিল্পীর সম্মিলিত ঝুমুর নৃত্য উপভোগ করেছেন প্রধানমন্ত্রী।

স্টেডিয়ামে গিয়ে গোটা ময়দান চা বাগানের আদলে সজ্জিত খোলা গাড়িতে চড়ে শিল্পী এবং স্টেডিয়ামে উপবিষ্ট লক্ষাধিক দর্শকের অভিবাদন গ্রহণ করেছেন প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্র মোদী। তাঁর সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা।

বিমানবন্দর থেকে সরুসজাই স্টেডিয়াম পর্যন্ত যাত্রাপথে সব বয়সের পুরুষ-মহিলা, যুবক-যুবতী ১৭ নম্বর জাতীয় সড়কের দু-পাশে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভিবাদন জানিয়েছেন। অসমের বিভিন্ন জনগোষ্ঠীয় জনতা নাচে-গানে, হাত নেড়ে প্ৰধানমন্ত্ৰীকে সম্ভাষণ জানান। প্ৰধানমন্ত্ৰীও তাঁর কালো রঙের গাড়ির ভিতর থেকে হাত নাড়িয়ে জনতার উদ্দেশ্যে শুভেচ্ছা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *