নাগরিক পরিষেবা দিতে ব্যর্থ আগরতলা পুর নিগম, প্রতিবাদে গণডেপুটেশন পূর্ব আগরতলা অঞ্চল কমিটির

আগরতলা, ২১ ফেব্রুয়ারী: রাজ্যে নেশার সাম্রাজ্য, আইনশৃঙ্খলার অবনতি, মশার উপদ্রব এবং আকাশ ছোঁয়া বৃদ্ধি কর কাঠামো নিয়ে নীরব রাজ্য সরকার ও পুর প্রশাসন। এককথায় নাগরিক পরিষেবা দিতে ব্যর্থ হয়েছে আগরতলা পুর নিগম। আজ এমনটাই অভিযোগ তুলে নিগমের পূর্ব জোনাল অফিসে গণডেপুটেশনে মিলিত হয়েছে সিপিআইএমের পূর্ব আগরতলা অঞ্চল কমিটি।

এদিন সিপিআইএমের এক কর্মী বলেন, ডাবল ইঞ্জিন লের নামে একটি বিকল ইঞ্জিন চলছে। সরকার নামক বস্তু রাজ্যে আছে কি না তা লক্ষ্য করা যাচ্ছে না। মানুষের সুযোগ সুবিধা এবং সমস্যা সমাধানের জন্য সরকার গঠিত হয়। কিন্তু রাজ্যে জনগণের সুযোগ সুবিধা তো দূরের কথা জ্বলন্ত সমস্যাই সমাধান করতে পারছে না।

এদিন তিনি আরও বলেন, রাজ্যে নেশার সাম্রাজ্য, আইনশৃঙ্খলার অবনতি, মশার উপদ্রব এবং আকাশ ছোঁয়া বৃদ্ধি কর কাঠামো নিয়ে নীরব রাজ্য সরকার ও পুর প্রশাসন। এমনটাই অভিযোগ তুলেছেন সিপিআইএমের পূর্ব আগরতলা অঞ্চল কমিটির পক্ষ থেকে এক গণডেপুটেশন প্রদান করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *