আগরতলা, ২০ ফেব্রুয়ারি: ফের অবৈধ অনুপ্রবেশকারী ২ জন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে আগরতলা রেল স্টেশন থেকে। আগরতলা জিআরপিএস, বিএসএফ, আগরতলা আরপিএফ, গোয়েন্দা বিভাগ মিলে যৌথ অভিযান চালিয়ে আগরতলা রেল স্টেশন থেকে দুজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে।
এই বিষয়ে জিআরপি থানার পুলিশ আধিকারিক তাপস দাস জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসায় তারা জানিয়েছে তারা কলকাতা যাবে। এ নিয়ে আগরতলা জিআরপি থানায় একটি মামলা গ্রহণ করা হয় এবং আজ তাদেরকে আদালতে প্রেরণ করা হয় । যাদেরকে আটক করা হয়েছে তারা হলো অমিত ধর (২৯),জিলা -চট্টগ্রাম , বাংলাদেশ।মিলি আক্তার (১৯), জিলা -ঢাকা , বাংলাদেশ। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করে তদন্ত শুরু করেছে পুলিশ।