আগরতলা, ২০ ফেব্রুয়ারী: চাষের জমিতে জল দেওয়াকে কেন্দ্র করে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে চারজন ব্যক্তি। তাতে গুরুতর আহত হয়েছেন ওই ব্যক্তি। আজ দুপুরে সাব্রুম মহকুমার মনুঘাটের ইন্দিরা নগর এলাকায় ওই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বর্তমানে তিনি শান্তির বাজার জেলা হাসপাতালে চিকিৎসাধীনে রয়েছে।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, চাষের জমির জল নিয়ে পারিবারিক বিবাদ তৈরী হয়েছিল। আহত নারায়ণ বিশ্বাসের অভিযোগ, চারজন ব্যক্তি, যার মধ্যে তিনজন মহিলা ও একজন পুরুষ মিলে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে বারবার আঘাত করে। এতে তাঁর মাথা, পা এবং হাতে গুরুতর আঘাত লাগে। এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে পুলিশ। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ প্রাথমিক চিকিৎসার জন্য আহত ব্যক্তিকে প্রথমে সাব্রুম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু তাঁর অবস্থা সংকটজনক হওয়ায় দ্রুত তাঁকে শান্তির বাজার জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়।
এদিকে এক পুলিশ কর্মী জানিয়েছেন, ওই ঘটনায় তদন্ত শুরু হয়েছে। হামলাকারীদের চিহ্নিত করার কাজ চলছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন। স্থানীয়দের মধ্যে এই ঘটনা নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।