আগরতলা, ২০ ফেব্রুয়ারি: বিজেপি স্বাধীনতা মানে না, সংবিধান মানে না। এই বিজেপি এবং আরএসএস সংবিধান প্রণেতা ডঃ বি আর আম্বেদকর, মহাত্মা গান্ধী এবং জহরলাল নেহেরুকে পর্যন্ত অপমান করে, তারা শুধু নাথুরাম গডসের পূজারী। আজ ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সেবা দলের রাজ্য সন্মেলনে এমনটাই বললেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন।
বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সেবা দলের রাজ্য সন্মেলন। এদিন উদয়পুরের রাজর্ষি হলে এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কংগ্রেস সেবা দলের পতাকা উত্তোলনে মধ্যে দিয়ে সন্মলনের সূচনা হয়। এরপর এক মিছিল শুরু হয়, মিছিল শেষে রাজর্ষি হলে শুরু হয় হল সভা। সভায় প্রদীপ প্রজ্জ্বলন করে শুভ সূচনা করেন সন্মেলনে সর্বভারতীয় কংগ্রেস সেবাদলের চেয়ারম্যান লালজী দেশাই, বিধায়ক সুদীপ রায় বর্মণ, প্রদেশ কংগ্রেস সভাপতি আশিষ কুমার সাহা, প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বিধায়ক গোপাল চন্দ্র রায় সহ অন্যান্য নেতৃত্ব।
এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সুদীপ রায় বর্মন আরো বলেন, আমেরিকা থেকে ভারতীয়দের হাতে পায়ে শিকল বেঁধে পাঠানো হয়েছে। এই বিষয়ে কিছুই বলেননি প্রধানমন্ত্রী। তিনি আদানি আম্বানিকে বাঁচাতে ব্যস্ত। কারন তারা বাঁচলে বিজেপিও বাঁচবে। তিনি বলেন, বিজেপির মানসিকতা সাধারণ মানুষের ভেতরে ঢুকিয়ে দিতে চাইছে বিজেপি। মানুষের ভেতরে বিজেপির চিন্তাধারা প্রবেশ করলে এই দেশের শান্তি চিরতরে হারিয়ে যাবে বলে দাবি করেন কংগ্রেস বিধায়ক।