পুলিশের হাতে আটক ২ মানব পাচারকারী

আগরতলা, ১৮ ফেব্রুয়ারি : ত্রিপুরায় মানব পাচারের সঙ্গে জড়িত দালালদের গ্রেফতারে ফের একবার সাফল্য পেয়েছে পুলিশ।

আগরতলা সরকারি রেল পুলিশ এবং রাজ্য পুলিশের অপরাধ দমন শাখা যৌথ অভিযান চালিয়ে ব্যাঙ্গালোর থেকে এক কুখ্যাত দালালকে গ্রেফতার করেছে। অভিযুক্তের নাম নিলয় আহমেদ।

পুলিশ সূত্রে খবর, নিলয় আহমেদ দীর্ঘদিন ধরে ত্রিপুরায় বাংলাদেশি নাগরিকদের অবৈধ অনুপ্রবেশে সাহায্য করে আসছিল। মূলত, এই কাজের জন্য সে মোটা অঙ্কের টাকা নিতো। ধৃত নিলয় আহমেদের বাড়ি ঢাকা যাত্রাপুর জেলায়। মঙ্গলবার তাকে আদালতে তোলা হলে বিচারক পাঁচ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ মনে করছে, রিমান্ডে জিজ্ঞাসাবাদ করলে এই চক্রের সঙ্গে জড়িত আরও কয়েকজনের নাম উঠে আসতে পারে।

এদিকে, মানব পাচারের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে আগরতলা জিআরপি থানার পুলিশ। ধৃত ব্যক্তির নাম খোকন দাস(৩০)। ধৃত মানব পাচারকারীর বাড়ি মধুপুর থানার কইয়াডেফা ডুঙ্গিরপাড় এলাকায়।

পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে আগরতলা জিআরপি থানা, বিএসএফ এবং মধুপুর থানার যৌথ উদ্যোগে এক অভিযান চালানো হয়। সেই অভিযানে খোকন দাসকে গ্রেফতার করা হয়। পুলিশের প্রাথমিক অনুমান, এই ব্যক্তি দীর্ঘদিন ধরে মানব পাচারের সাথে যুক্ত। এই বিষয়ে আরও তথ্য জানার জন্য ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *