আগরতলা, ১৭ ফেব্রুয়ারী: জিবি বাজারকে যানজট মুক্ত রাখতে যৌথ অভিযানে নামে ট্রাফিক দপ্তর। আজ ট্রাফিক আধিকারিক সুধাম্বিকা আরের নেতৃত্বে এনফোর্সমেন্ট টিমের অভিযানে নামে। তাছাড়া, এদিন বেআইনিভাবে গাড়ি পাকিং করার জন্য মালিকদের নোটিশ পাঠানো হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্হা নেওয়া হবে।
এদিন ট্রাফিক আধিকারিক সুধাম্বিকা আর বলেন, জিবি বাজারের আনাচে-কানাচে যত্রতত্র এলাকায় গাড়ি মোটর বাইক স্কুটি সহ নানান যানবাহন যেখানে খুশি সেখানেই পার্কিং করে চলছে জনগণ। মূলত বাজারের যানজট মুক্ত রাখতে আজকের এই অভিযান। তাতে যানযট সৃষ্টি হচ্ছে।
এদিন তিনি আরও বলেন,আজ বেআইনিভাবে রাস্তায় গাড়ি ও বাইক দাঁড় না করাতে সর্তক করা হয়েছে। তাই বেআইনিভাবে গাড়ি পাকিং করার জন্য মালিকদের নোটিশ পাঠানো হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্হা নেওয়া হবে। আগামীদিনেও এরকম অভিযান জারি থাকবে বলে জানান এডিশনাল এসপি সুধাম্বিকা আর।