আগামী মার্চ মাসে প্রধানমন্ত্রী অথবা স্বরাষ্ট্রমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হতে পারে নতুনরূপে সজ্জিত ত্রিপুরাসুন্দরী মন্দির: মন্ত্রী সুশান্ত চৌধুরী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ ফেব্রুয়ারি:
নতুন রূপে সেজে উঠেছে উদয়পুরের মা ত্রিপুরেশ্বরী মন্দির। আগামী মার্চ মাসে দেশের প্রধানমন্ত্রী অথবা স্বরাষ্ট্রমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হতে যাচ্ছে মায়ের মন্দির। রবিবার এক সাক্ষাৎকারে জানালেন রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী।

নতুন রূপে সেজে উঠেছে উদয়পুরের মা ত্রিপুরেশ্বরী মন্দির। মায়ের মন্দির নতুনরূপে সাজিয়ে তোলার জন্য প্রসাদ স্কিমে ৩৮ কোটি টাকা বরাদ্দ দিয়েছিল কেন্দ্রীয় সরকার। এবং রাজ্য সরকার থেকে খরচ করা হয়েছে সাত কোটি টাকা। সব মিলে নবরূপে সেজে উঠেছে মাতা ত্রিপুরেশ্বরী মন্দির। নতুন করে স্টল গড়ে তোলা হয়েছে প্রায় ১০০টি। আর সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মার্চ মাসে মায়ের মন্দিরের উদ্বোধন করতে যাচ্ছেন দেশের প্রধানমন্ত্রী অথবা স্বরাষ্ট্রমন্ত্রী। এর জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে রাজ্য সরকার। রবিবার এক সাক্ষাৎকারে একথা বলেন রাজ্যের পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী।
________

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *