নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ১৬ ফেব্রুয়ারি:
শান্তির বাজার মহকুমায় চোরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। গতকিছুদিন পূর্বে শান্তিরবাজার শহরে দুইটি বিদ্যালয় থেকে নগদ প্রায় ৫০ হাজার টাকার উর্ধে চুরি সংগঠিত করেছে চোরের দল। এই চুরির ঘটনার কিছুদিন অতিক্রান্ত হবার পর শনিবার গভীররাতে পুনরায় বাইখোড়া বাজারে বিক্ষিপ্তভাবে চুরি সংগঠীত করলো নিশিকুটম্বের দল। এইচুরিকান্ড থেকে ভগবান পর্যন্ত রক্ষা পায়নি। বাইখোড়া থানার নাকের ডগায় অবস্থিত বাইখোড়া ইস্কন পরিচালিত জগন্নাথ জিউ মন্দিরের ঠাকুর মন্দিরের দরজা ভেঙ্গে প্রানামি বাক্স ভেঙ্গে প্রায় ২০ থেকে ২৫ হাজার টাকা নগদ অর্থ ও অন্যান্য সামগ্রী নিয়ে যায় চোরের দল।
এছাড়া একইরাতে বাইখোড়া বাজারে প্রতিমা হোমিও হল, শর্মা ডেকোরেটার, রয় ব্রাদার ও অনুরাগ রেষ্টুরেন্টে হানা দিয়ে চুরি সংগঠীত করে নিশিকুটুম্বের দল। এই চুরিকান্ডের খবরপেয়ে রবিবার চুরির ঘটনাস্থলগুলি পরিদর্শনকরে বাইখোড়া থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থলগুলি পরিদর্শন করে চুরির বিষয়ে তদন্তে নেমে পরেন। তবে এইভাবে থানার নাকের ডকায় চুরিকান্ডকে কেন্দ্র করে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন সাধারন লোকজনেরা। এখন দেখার বিষয় এই চুরিকান্ডে জড়িতদের আটক করতে পুলিশ কতটুকু সক্ষম হয়।

