নয়াদিল্লি, ১৬ ফেব্রুয়ারি (হি.স.): দেশের বিভিন্ন প্রান্ত রোজই মহাকুম্ভ মেলায় আসছেন লক্ষ লক্ষ মানুষ, অতিরিক্ত ভিড়ের কারণে ঘটছে অনভিপ্রেত ঘটনা। যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে ৪টি বিশেষ ট্রেনের ঘোষণা করলো উত্তর রেলওয়ে। রবিবার ঘোষণা অনুযায়ী, মহাকুম্ভের পুণ্যার্থীদের জন্য চালানো হবে ৪টি মহাকুম্ভ মেলা স্পেশাল ট্রেন।
এই ৪টি বিশেষ ট্রেন হল – ০৪৪২০ নতুন দিল্লি থেকে প্রয়াগরাজ, যা ছাড়বে সন্ধ্যা ৭টায়। দ্বিতীয় ট্রেনটি হল – ০৪৪২২ নতুন দিল্লি থেকে প্রয়াগরাজ, যা ছাড়বে রাত ৯টায়, তৃতীয় ট্রেনটি হল আনন্দ বিহার টার্মিনাল থেকে প্রয়াগরাজ, এই ট্রেনটি ছাড়বে রাত ৮টায় এবং চতুর্থ ট্রেনটি হল – ০৪৪১৮ নতুন দিল্লি-দারভাঙ্গা জংশন, ছাড়বে বিকেল তিনটের সময়।