পাটনা, ১৬ ফেব্রুয়ারি (হি.স.): নতুন দিল্লি রেল স্টেশনে পদপিষ্ট হয়ে প্রাণহানির ঘটনায় শোকপ্রকাশ করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। পাশাপাশি পদপিষ্ট হয়ে যারা আহত ও প্রাণ হারিয়েছেন তাঁদের পরিবারবর্গকে আর্থিক সাহায্যের আশ্বাস দিয়েছে বিহার সরকার। নীতীশ কুমার রবিবার নিজের এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, নতুন দিল্লি রেল স্টেশনে দুর্ভাগ্যজনক ঘটনায় মানুষের মৃত্যু অত্যন্ত দুঃখজনক। ঈশ্বরের কাছে তাঁদের আত্মার শান্তি কামনা করছি।
নীতীশ কুমার আরও জানিয়েছেন, এই ঘটনায় বিহারে বসবাসকারী মৃতদের ২ লক্ষ টাকা অর্থিক ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে আহতদের জন্য ৫০ হাজার টাকা দেওয়া হবে। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।