লখনউ, ১৬ ফেব্রুয়ারি (হি.স.) : উত্তর প্রদেশের লখনউয়ের জবরৌনি গ্রামে বাবা-মাকে হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। শনিবার গভীর রাতে এই ঘটনা ঘটে।
এক পুলিশ আধিকারিক জানান , অভিযুক্ত যুবক বিষ্ণেশ তাঁর বাবা জগদীশ (৭০) এবং মা শিব প্যারি (৬৮)-কে পারিবারিক বিবাদের জেরে হাতুড়ি দিয়ে গুরুতর আহত করে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়। তবে চিকিৎসক রবিবার সকালে তাঁদের মৃত ঘোষণা করেন।
পুলিশ মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং অভিযুক্তের সন্ধানে তদন্ত শুরু করেছে।