প্রয়াগরাজ, ১৫ ফেব্রুয়ারি (হি.স.): মহাকুম্ভে স্নান সারতে যাচ্ছে কাতারে কাতারে পুণ্যার্থী। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থীদের ভিড়ে জমে উঠেছে প্রয়াগরাজে। কিন্তু এত ভিড়ের চাপ সামলাতে কার্যত হিমশিম খেতে হচ্ছে পুলিশ কর্মীদের। একই অবস্থা রেলেও। পুণ্যার্থীদের চাপ সামলাতে একগুচ্ছ ট্রেন চালাচ্ছে রেল। কিন্তু তারপরেও সামাল দেওয়া যাচ্ছে না। তাই এবার প্রয়াগরাজের উদ্দেশে স্পেশাল বন্দে ভারত চালাচ্ছে ভারতীয় রেল।
১৫, ১৬ ও ১৭ ফেব্রুয়ারি এই সপ্তাহে দিল্লি থেকে বারাণসী পর্যন্ত ০২২৫২/০২২৫১ বন্দে ভারতের স্পেশাল রেক চালানো হবে। যেটি যাবে ও আসবে উত্তর প্রদেশের প্রয়াগরাজ হয়েই। ভোর ৫টা ৩০ মিনিটে নয়াদিল্লি থেকে ছাড়বে বন্দে ভারতটি। সেটি বারাণসীতে পৌঁছবে ২টো ২০ মিনিটে। প্রয়াগরাজ ক্রস করবে দুপুর ১২টার সময়ে। ওইদিনই বারাণসী থেকে ফেরার জন্য ট্রেনটি ছাড়বে ৩টে ১৫ মিনিটে। নয়াদিল্লিতে সেদিনই ঢুকবে রাত ১১টা ৫০ মিনিটে। প্রয়াগরাজে ওই দিনই বন্দে ভারতটি ফিরবে বিকেল ৫টা ২০ মিনিটে, এমনটাই জানিয়েছেন উত্তর রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক হিমাংশু শেখর উপাধ্যায়।