ছাগল চুরি করতে গিয়ে জনতার হাতে আটক দুই চোর

আগরতলা, ১৫ ফেব্রুয়ারী: দিন দুপুরে ছাগল চুরি করতে গিয়ে জনতার হাতে আটক দুই চোর। পরর্বতী সময়ে তাকে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্হানীয় মানুষ।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, এক অভিনব কায়দায় ছাগলকে মিষ্টি জাতীয় খাবার খাইয়ে ২-৩ জন যুবক মিলে ছাগল গাড়িতে তুলে চুরি করে নিয়ে যায়। আজ অর্থাৎ ১৫ ফেব্রুয়ারি সকাল ১০ ঘটিকার সময় বাবুরবাজার এলাকার ২ যুবক হীরাছড়া থেকে দুটি ছাগ গাড়িতে তুলতে গেলে এলাকার জনগণ দেখে ফেলেন সঙ্গে সঙ্গে ওই গাড়ির পিছু ধাওয়া করেন এলাকার বেশ কয়েকজন যুবক। পিছু ধাওয়া করতে করতে ভগবাননগর এলাকায় গিয়ে তারা ওই গাড়িটিকে আটক করতে সক্ষম হয়। সঙ্গে সঙ্গে ভগবাননগরে কয়েকশো মানুষ জড়ো হয়ে ছাগল চোরদের উত্তম মধ্যম দিয়ে খবর দিয়েছেন কৈলাশহর থানায়। কৈলাসহর থানা থেকে বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী ঘটনাস্থলে এসে ওই দুই ছাগল চোর ও তাদের ব্যবহৃত গাড়িটি আটক করে থানায় নিয়ে যায়। ঘটনাস্থলে জনগণের জিজ্ঞাসাবাদে ওই দুই চোর ছাগল চুরির ঘটনা স্বীকার করেছে বলে জানান উপস্থিত জনতা।

এ প্রসঙ্গে ভগবান নগর এলাকার বাসিন্দা তসিদ আলী জানিয়েছেন বিগত বেশ কয়েক বছর থেকে কৈলাশহরে গাড়িতে করে ছাগল চুরির ঘটনা ক্রমশ বেড়েই চলছে। বেশিরভাগ ক্ষেত্রে চোর অধরা । তিনি বলেন পুলিশ যাতে এই ব্যাপারে আরো কঠোর পদক্ষেপ গ্রহণ করে এবং ধৃত ছাগল চোরদের যেন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *