কলকাতা, ১৫ ফেব্রুয়ারি (হি.স.): বীরভূমের লোকপুরে বোমা বিস্ফোরণে বাড়ির ছাদ উড়ে যাওয়ার ঘটনায় দোষী সাব্যস্ত তৃণমূল নেতাকে ১০ বছরের কারাবাসের সাজা দিল এনআইএ আদালত। সেইসঙ্গে ১০ হাজার টাকা জরিমানাও হয়েছে।
ঘটনাটি ২০১৯ সালের ২০ সেপ্টেম্বরের। বীরভূমের লোকপুর থানার গাংপুর গ্রামের বাসিন্দা বাবলু মণ্ডলের বাড়িতে আচমকা বোমা বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি যে বাড়ির টিনের চালা উড়ে যায়।
পাঁচ বছর চার মাস আগের ঘটনায় শনিবার এনআইএ আদালতের বিচারক শুভেন্দু সাহা তৃণমূল নেতা বাবলু মণ্ডল ও তাঁর দুই ছেলে নিরঞ্জন ও মৃত্যুঞ্জয় মণ্ডলের সাজা ঘোষণা করেন।