আগরতলা, ১৫ ফেব্রুয়ারী: চুরি যাওয়া দুটি বাইক সহ একজন কুখ্যাত চোরকে জালে তুলতে সক্ষম হয়েছে পূর্ব আগরতলা থানার পুলিশ। আজ তাকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন সদর এসডিপিও দেবপ্রসাদ রায়।
সদর এসডিপিও দেবপ্রসাদ রায় জানিয়েছেন, ১২ ফেব্রুয়ারি এমবিবি ক্লাবের সামনে থেকে একটি বাইক চুরি হয়েছিল। পরবর্তী সময়ে পূর্ব আগরতলা থানায় বাইক মালিক মামলা দায়ের করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছিল। তদন্তে নেমে ১৪ ফেব্রুয়ারি মহেশখলা এলাকা থেকে পাল সুমন দাস নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তার কাছ থেকে চুরি যাওয়া বাইক উদ্ধার করা হয়েছে। এদিন তিনি আরও বলেন, আজ তাকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হবে।